জুকারবার্গকে সরাচ্ছে ফেসবুক ?

ওয়েবডেস্ক: শনিবার একটি সংবাদমাধ্যম জানায়, ফেসবুকের বিনিয়োগকারীরা কোম্পানির প্রধান সম্পাদক মার্ক জুকারবার্গকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন ।

নিউইয়র্ক টাইমস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় যে , ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং কেমব্রিজ অ্যানালিটিকাল স্ক্যান্ডাল হওয়ার পর ফেসবুকের ভাবমূর্তি রক্ষায় তারা একটি পাবলিক ফার্ম নিয়োগ করে। ফেসবুকে ৮.৫ মিলিয়ন শেয়ারের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন গতকাল রাতে জুকারবার্গকে বোর্ডের চেয়ারম্যান হিসাবে পদত্যাগ করার আহ্বান জানান।

“ফেসবুকের আচরণে মনে হচ্ছে যে বিরোধী মতামতগুলি মোকাবিলা করতে ফেসবুক অক্ষম। কিন্তু এটি সঠিক নয়। ফেসবুক কোম্পানির প্রধান সম্পাদক থেকে জুকারবার্গকে সরানোর প্রয়োজন আছে”, জোনাস ক্রনকে উদ্ধৃত করে জানায় সংবাদপত্রটি । পত্রিকাটি আরো জানায় যে, ফেসবুকে জর্জ সরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন সংস্থার ভুল তথ্য ও খবর প্রকাশের জন্য ফেসবুক দায়ী।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে জুকারবার্গ ফেসবুকের ভাবমূর্তি ঠিক করার জন্য কোন পাবলিক রিলেশন কোম্পানির সাথে যুক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। তিনি বলেন,”আমি যখন এই সম্পর্কে জানতে পেরেছিলাম তখনই আমি আমার টিমের সাথে কথা বলেছি এবং আমরা আর ওই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি না। “

অন্যদিকে জোনাস ক্রন বলেছেন, ফেসবুকের পাবলিক রিলেসন ফার্মের ব্যবহার করার জন্য জুকারবার্গকে চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসাবে দ্বৈত ভূমিকা ছেড়ে দিতে হবে। তিনি আরও বলেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে ফেইসবুক শেয়ার হোল্ডার ও ব্যবহারকারীদের সন্দেহ দূর করা উচিত।” ২০০৪ সালে ফেসবুক তৈরী করার পর সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবসার উপর জুকারবার্গ সর্বাধিক নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here