নেশামুক্তি অভিযানে বড় সাফল্য পানিসাগর থানার

প্রতীক নাথ(পানিসাগর) নেশামুক্তি অভিযানে ফের একবার বড় সাফল্য পেলো পানিসাগর থানার পুলিশ। শনিবার ভোর রাতে পানিসাগর থানার এস আই রামকৃষ্ণ দাস ও এফআই বিশ্বজিৎ দেববর্মা গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার চামটিলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে টি আর ০২ জি ১৮১৪ নম্বরের একটি গাড়ি থেকে ১১৫  কার্টুন অবৈধ বিলেতি মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য আড়াই লক্ষ টাকা। পরে গাড়িটিকে   আটক করে চালক সহ পানিসাগর থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ গাড়িটিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় গাড়ি চালক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে আগে থেকেই খবর ছিলো যে অবৈধ মদ নিয়ে একটি গাড়ি চুড়াইবাড়ি থেকে পানিসাগর আসছিলো। সেই সময় গাড়িটিকে আটক করেছেন তারা। গাড়ির মালিক কুমারঘাটের বাসিন্দা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির মালিক ও চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

error: Content is protected !!