যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে ফেসবুক! মানসিক ভাবে আপনি তৈরি তো

ওয়েব ডেস্কঃ “ফেসবুক” এই শব্দটি ছাড়া মানুষ আজ এক মুহূর্তও চলতে পারেনা। সকালে ঘুম ভাঙ্গে ফেসবুক দিয়ে আর রাত্রে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে ফেসবুক থাকা চাই-ই-চাই। আর একটা ঘণ্টা ফেসবুক না করতে পারলে মনে হয় যেন জীবনটাই বৃথা।

যদি এমন কোনদিন আসে যেদিন থেকে আপনি আর ফেসবুক করতে পারবেন না। শীতের দিনে কাঁথা মুড়ি দিয়ে আর নিউজ ফিড স্কল করতে পারবেন না তাহলে কি করবেন?

সম্প্রতি ফেসবুক নিয়ে যে সকল তথ্য সংবাদ মাধ্যমের হাতে এসেছে তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। যে কোনদিন বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক একাউন্ট। অথবা হয়ত আর খুলতেই পারবেন না আপনার জীবনসঙ্গীকে ।

সম্প্রতি বিশ্বের নানা প্রান্তে ক্র্যাশ করছে ফেসবুক । সব থেকে বেশী প্রভাব পড়েছে ইউরোপের দেশগুলিতে। সেখানে বেশী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফেসবুক গ্রাহকদের। মোবাইল হোক বা ল্যাপটপ যেখানেই ফেসবুক খুলুন না কেন খুলছেনা ফেসবুক। আর ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক খুলতে পারছেন না দেখে গনহারে রিপোর্ট করেছেন ফেসবুক দফতরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here