শিক্ষক-শিক্ষিকাদের ৫ দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন আনএডেড মাদ্রাসার

হক জাফর ইমাম(মালদা) সোমবার আনএডেড মাদ্রাসা বাঁচাও কমিটির শিক্ষক-শিক্ষিকাদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশনে দাবি পত্র তুলে  দেওয়া হয় অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায় এর হাতে সংগঠনে পক্ষ থেকে । এই সংগঠনের নেতৃত্বে ছিলেন সংগঠনের সম্পাদক মোঃ ফারমান আলী সভাপতি মোহাম্মদ ফিরোজ বিশ্বাস মোহাম্মদ আনোয়ার আলী প্রমূখ ।

ডেপুটেশনের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক ফরমান আলী জানান সংবিধানের ৩০/২ ধারা অনুযায়ী সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার অনুমোদন দিতে বাধ্য গোটা রাজ্যে বহু অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে । রাজ্য সরকার মাদ্রাসার পরিকাঠামো ও অন্যান্য দিকে মূল্যায়ন করে মাদ্রাসা বোর্ডের মাধ্যমে গ্রেড অনুযায়ী অনুমোদন দিতে শুরু করে।

২০১২ থেকে ২০১৩ শিক্ষাবর্ষে গোটা রাজ্যে ২৩৪ টি অন্ এডেড মাদ্রাসা সরকারি অনুমোদন পায় । মালদা জেলায় এই সংখ্যাটি ছিল ১০ টি কিন্তু আক্ষেপের বিষয় সরকারি অনুমোদন পেয়েও এখনও চালু হয়নি সরকারি বেতন প্রায় ছয় বছর অতিক্রম হতে চলল । এই মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা  নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন । এ নিয়ে আমাদের লড়াই আন্দোলন শুরু হয়েছে রাজ্যজুড়ে । রাজ্য সরকারের গোড়িমসিতে আমরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়ে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here