নয়াদিল্লিঃ ফের স্বমহিমায় রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার। লক্ষ্য ২০২০ টোকিও অলিম্পিক। সেই লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন দীপা কর্মকার।। এশিয়ান গেমসে আসেনি সাফল্য । মাঝে চোট-আঘাতে কিছুটা জর্জরিত ছিলো আগরতলার কন্যা দীপা। চোট সারিয়ে ফের ছন্দে ফিরলেন তিনি। আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভল্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন এই বাঙালি কন্যা । ১৪.১০০ স্কোর করে ১৬ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছেন।

রিও অলিম্পিকে একটুর জন্য হাতছাড়া হয়েছিলো পদক। সামনের টোকিও অলিম্পিকে যে পদক জেতাই মূল লক্ষ্য দীপার সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে।
অপরদিকে দীপার পাশাপাশি আরও এক ভারতীয় প্রতিযোগী বি অরুণা রেড্ডি পদক জয়ের দৌড়ে থাকলেও হাঁটুর চোটের কারনে ছিটকে গেছেন । প্রথম ভল্টের পরেই চোট পেয়ে ছিটকে যান তিনি।