অনন্য নজির গড়লেন দম্পতি

ওয়েব ডেস্কঃ ভারতীয় সংস্কৃতিতে বিবাহের আসরে নানারকমের আচার অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু অন্য চিত্র দেখা গেলো তেলিয়ামুড়ার শান্তিনগরে। এখানকার বাসিন্দা শান্তিব্রত দাসের সম্প্রতি বিবাহ হয় পায়েল দাসের সঙ্গে। গত বৃহস্পতিবার তাদের বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল।

আর সবার মতো বিয়ের অনুষ্ঠান হতেই পারতো কিন্তু শান্তিব্রতের একটু অন্য ভাবনা ছিল। তার বন্ধু প্রদীপ সরকার ডাকবার্তাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, “বৌভাতের দিন সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শান্তিব্রত ও তার বন্ধু, আত্মীয়রা মিলে প্রায় ২৪জন রক্তদান করেন ।” এই ঘটনায় রাজ্যসহ সোশ্যাল মিডিয়াতে মানুষের মধ্যে উৎসাহ তৈরী হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here