সিপিএম নেতার উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ

আগরতলাঃ বিলোনিয়া মহকুমায় সিপিএম নেতা তাপস দত্তের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল করলো সিপিএম সদর মহকুমা কমেটি। সম্প্রতি দক্ষিন জেলার বিলোনিয়ার মোতাইতে বিশ্ব সনাতন সেনার উদ্যোগে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, সনাতন সেনার প্রধান মৃনাল সেনের হাত ধরেই হয় এই শিলান্যাস অনুষ্ঠান। এরপরেই রামমন্দির নির্মাণের বিরোধিতায় আসরে নেমে পড়ে সিপিএম । সিপিএমের পক্ষ থেকে দাবী করা  যেখানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে  সেখানে মা মোহিনী ত্রিপুরার শহীদ স্মৃতি সৌধের ফলক ছিলো। সেটা ভেঙ্গেই বিজেপি এবং আর এস এস সেখানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এই ঘটনার প্রতিবাদে সিপিএম দলের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সিপিএমের অভিযোগ মঙ্গলবার বিলোনিয়া মহকুমার শাসক এই মামলার পরিপ্রেক্ষিতে ওই মহকুমার সিপিএম নেতা তাপস দত্ত ও আরও একজন সিপিএম কর্মীকে ডেকে পাঠান। মহকুমা শাসকের অফিসের সামনে যাওয়ার পর বিজেপি দলের কর্মীরা তাপস দত্ত ও অপর সিপিএম কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে সিপিএম। এই ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করলো সিপিএম সদর মহকুমা কমেটি।

মেলারমাঠ সিপিএম সদর কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। সারা শহর পরিক্রমা করে মিছিলটি আবার মেলারমাঠের সামনে এসে শেষ হয়। মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা শুভাশিস রায় চৌধুরী জানিয়েছেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবী জানাচ্ছি এবং হামলাকারীদের গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে । আজকের এই বিক্ষোভ মিছিলে সিপিএম কর্মীদের ভালো ভিড় লক্ষ্য করা গেছে।

error: Content is protected !!