দীর্ঘ ২৯ বছর পর সেখেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রবেশ শিক্ষামন্ত্রীর

আশিস মিয়াঁ(সেখেরকোট) “বর্তমানে রাজ্য সরকারী শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৪৮৩৮১ জন। রাজ্য শিক্ষা দপ্তর এই মুহূর্তে ১৪১৪২ জন শিক্ষক-শিক্ষিকা নিতে পারে। কিন্তু পারছিনা। কারন কারোর মধ্যে প্রকৃত শিক্ষা পাচ্ছিনা। প্রকৃত শিক্ষা হয়নি। আর সামনে টেট পরীক্ষা আসছে সেখানে খুব ভালো ভালো শিক্ষক-শিক্ষিকা আসছে”।  বুধবার সেখেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্মেলনে এসে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। দীর্ঘ ২ বছর পর ওই বিদ্যালয়ে কোন শিক্ষামন্ত্রী প্রবেশ করলেন। শিক্ষামন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ন চৌধুরী সহ অনান্যরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বিদ্যালয়ের শিক্ষকরা নানা সমস্যার কথা তুলে ধরেন। বিভিন্ন সমস্যা শোনার পর তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্যার সমাধান করা হবে। অপরদিকে বিধায়ক নারায়ন চৌধুরী সেখেরকোট দ্বাদশ শ্রেনী বিদ্যালয়কে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here