আমজনতাকে স্বস্তি দিয়ে দাম কমল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের

ওয়েবডেস্ক: একই সাথে লিটার প্রতি পেট্রোলের ৯.৫৯ টাকা, ডিজেলের ৭.৫৬ টাকা এবং জ্বালানি গ্যাসের সিলিন্ডার প্রতি ১৩৩ টাকা দাম কমল শুক্রবার।

এই মূল্য বিগত বহুদিনের মধ্যে রেকর্ড বলে ধরা যেতে পারে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানায়, আন্তর্জাতিকস্তরে তেলের মূল্য হ্রাস ও ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য বৃদ্ধির কারণে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য হ্রাস।

জ্বালানি তেলের এই বড়সড় মূল্য হ্রাসের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিছুটা হ্রাস পাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে জ্বালানি তেল ও গ্যাসের এই রেকর্ড মূল্য পতনকে কেন্দ্রীয় সরকারের ২০১৯ লোকসভা নির্বাচনের ভেলকি বলে প্রচার করছে বিরোধীরা।

error: Content is protected !!