প্রতীক্ষার অবসান, শৈবতীর্থে আগমন রাজকুমারীর

ওয়েবডেস্ক: লোকচক্ষুর অন্তরালে অবহেলিত, অনাদৃত চিররহস্যেমোড়া ঊনকোটি শৈবতীর্থকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে অবশেষে রাজ্য পদার্পন করলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধর্ন । সারাবছর ধরে বহু পর্যটক ঊনকোটি ভ্রমণে আসলেও বিদেশের কোনো সর্বোচ্চ ক্ষমতার প্রতিনিধি এই প্রথম পদার্পন করেন ঊনকোটিতে।

আজ সকাল ১১টা নাগাদ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে কৈলাশহর বিমানবন্দরে পৌঁছান থাই রাজকুমারী। বিমানবন্দরে রাজকুমারীকে স্বয়ং স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাকে সরকারি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়। তার আগমনে কৈলাশহরের মানুষের মধ্যে বিপুল উৎসাহ চোখে পরে। ছাত্র-ছাত্রীরা তার ছবির প্লেকার্ড নিয়ে তাকে স্বাগত জানায়।

error: Content is protected !!