আপনারা ত্রিপুরাতে বিনিয়োগ করুন, শিল্পপতিদের বললেন টিঙ্কু রায়

ওয়েবডেস্ক: মঙ্গলবার কলকাতায় জাতীয় রাবার কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। কনফারেন্সে বক্ত্যব্য রাখতে গিয়ে শিল্পপতিদের সামনে রাজ্যের রাবার শিল্পের সম্ভাবনাময় দিকগুলি তুলে ধরেন।

তিনি বলেন, “বর্তমানে রাজ্যে প্রতি বছর ৬৫ হাজার মেট্রিক টন রাবার উৎপাদন হয়, যা দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। কিন্তু আমাদের রাজ্যে রাবারকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কোনো শিল্প গড়ে ওঠেনি আজ পর্যন্ত। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী “সব কা সাথ, সব কা বিকাশ” এই কর্মযজ্ঞের মাধ্যমে ধীরে ধীরে আলোর দিশা দেখছে উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা। রাজ্যে বিপ্লব দেবের সরকার গঠিত হওয়ার পর রাজ্য সরকারও সে বিষয়ে যথেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছে।”

টিঙ্কু রায় শিল্পপতিদের রাজ্যে রাবার ভিত্তিক শিল্প গড়ার উদ্যোগ নেওয়ার জন্য আবেদন করেন এবং আশ্বাস দেন সরকার সর্বদা তাদের সাহায্য করবে। তিনি শিল্পপতিদের সামনে এও উল্লেখ করেন, কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার আসার পর পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে রাজ্যে। বিলোনিয়া পর্যন্ত পৌঁছে গেছে ব্রডগেজ রেল যোগাযোগ। সাব্রুমের ফেনী নদীর ওপর সেতু তৈরী করে বাংলাদেশের চুট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম বন্দরকে ব্রিটিশ শাসনকালে হলদিয়া বন্দরের থেকেও বড়ো বাণিজ্যিক বন্দর হিসাবে ধরা হতো। তাই রাজ্যে শিল্প স্থাপনে পরিবহন ব্যবস্থা এখন আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

তাছাড়া আমাদের রাজ্যে প্রচুর বাঁশের যোগান থাকায় বাঁশবেতের শিল্পও গড়া যেতে পারে, বাঁশবেতের জিনিস তৈরিতে আমাদের রাজ্যের উপজাতি সম্প্রদায়ের জুড়ি নেই বলে উল্লেখ করেন টিঙ্কু রায়।

error: Content is protected !!