বন্ধ হয়ে যেতে পারে ৬কোটি গ্রাহকের মোবাইল নম্বর !

ওয়েবডেস্ক: বন্ধ হয়ে যেতে পারে ৬কোটি গ্রাহকের মোবাইল নম্বর। বর্তমানে ফোর জি নম্বরের কল ও ইন্টারনেটের অফারও সবচেয়ে বেশি। আর তার জন্য অনেকক্ষেত্রেই টুজি ও থ্রীজি মোবাইল নম্বরগুলিতে রিচার্জ করার প্রবণতা কমে যাচ্ছে। এর জন্য মোবাইল অপারেটর কোম্পানিগুলিকে বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আগে বিভিন্ন সংবাদসংস্থা একটি প্রতিবেদনে জানায় যে এয়ারটেল ও ভোডাফোন কোম্পানি প্রিপেইড গ্রাহকদের জন্য নূন্যতম রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

বর্তমানে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ গ্রাহকরা মোবাইলে দুটি সিম ব্যবহার করছে। সুবিধা অনুযায়ী তারা একটি নাম্বারেই রিচার্জ করে। ইকোনমিক্স টাইমস জানায়, আগস্ট মাসে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের প্রায় ১২ কোটি গ্রাহকের মধ্যে প্রায় ৭.৫কোটি গ্রাহক মোবাইলে দুটি সিম ব্যবহার করে।

গ্রাহক প্রতি লাভের পরিমান বৃদ্ধি করার জন্য এয়ারটেল ও ভোডাফোন ইন্ডিয়া লিমিটেড আগে ২৮ দিনের জন্য ৩৫,৬৫ ও ৯৫টাকার নুনয়তম রিচার্জ প্ল্যান নিয়ে এসেছিলো কিন্তু যেসব গ্রাহকরা সেই প্লানগুলি এক্টিভ করেনি তাদের আউটগোয়িং কল ৪৫দিনের মধ্যে বন্ধু হয়ে যাবে।

error: Content is protected !!