রাজ্যে আইনশাসন প্রতিষ্ঠার দাবীতে শীতঘুম ছেড়ে রাজপথে সিপিএম

আগরতলাঃ বিশালগড় ও বিলোনিয়াতে সিপিএম নেতা-কর্মীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমন ও ত্রিপুরার আইনের শাসন প্রতিষ্ঠাতার দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করলো সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমেটি। মেলারমাঠে সিপিএমের সদর দফতরের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সারা শহর পরিক্রমা করে মিছিলটি ।

সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অনান্যরা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছে,রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের দলীয় অফিসে কোন সভা করতে পারছেন না। জেলা পরিষদের সভাপতি আক্রান্ত হচ্ছেন, সরকারি মিটিং এ যোগদান করতে পারছেনা।রাজ্য জুড়ে একের পর এক সিপিএম নেতা,কর্মী-সমর্থক আক্রান্ত হচ্ছেন । জোট সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। তাই সিপিআইএম আজ রাজপথে নেমেছে।

foodzone
foodzone
error: Content is protected !!