১৬ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানী নাগরিক, সঙ্গে নিলেন ভাগবত গীতা

বারানসীঃ ১৬ বছর পর রবিবার বারাণসী সেন্ট্রাল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তানের নাগরিক, জালালউদ্দিন।  সঙ্গে ভগবত গীতা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। জালালুদ্দিনকে সন্দেহজনক নথিপত্র রাখার অপরাধে বারানসির ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং এখন তার দেশে ফেরার অপেক্ষা।

 বারাণসী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপারিন্টেন্ট অ্যামব্রিশ গৌদ মিডিয়ার কাছে বলেন, ২০০১ সালে, জালালউদ্দীন পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে এসেছিলেন এবং ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। । পুলিশ সন্দেহভাজন নথির সহিত এয়ার ফোর্স অফিসের কাছে আটক করে। জালালউদ্দীনের কাছ থেকে ক্যান্টনমেন্টসহ অন্য গুরুত্বপূর্ণ এলাকায় মানচিত্র উদ্ধার করা হয়। এরপর আদালত তাকে ১৬ বছরের কারাদণ্ড দেয়।”

গৌদ আরও  জানান , “তাকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অ্যান্ড ফরেনারস অ্যাক্টের অধীনে কারাগারে রাখা হয়েছিল। তাকে স্থানীয় পুলিশকে হস্তান্তর করা হয়েছিল।সেখানে  তিনি (ভাগবত) গীতার একটি কপি নেন। তিনি যখন  গ্রেফতার হন, তিনি শুধুমাত্র উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক করেছিলেন। তারপর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে এমএ করেন। জেলে থাকাকালীন তিনি ইলেক্ট্রিসিয়ানের কোর্স করেন।বিগত তিন বছর ধরে তিনি জেল ক্রিকেট লীগের আম্পায়ার ছিলেন।”

error: Content is protected !!