রাজ্যে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠবেঃ পবিত্র কর

আগরতলাঃ  গণতন্ত্র হত্যার বিরুদ্ধে  সারা দেশের মানুষ জেগে উঠবে, আর আমরা প্রতিরোধের প্রাচীর তৈরী করে সন্ত্রাসের মোকাবিলা করবো। ধলাই জেলায় সিপিএমের বৈঠকে দুস্কৃতিদের হামলা ও সাংসদ জিতেন চৌধুরীর উপর দুস্কৃতিদের হামলার প্রতিবাদে সোমবার রাজধানীতে প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। রবিবার আমবাসাতে সিপিএমের   সভায় হামলা চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু দুস্কৃতিদের বিরুদ্ধে । সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়,  রবিবার দুপুরে ধলাই জেলার আমবাসায় সিপিএম পার্টি অফিসে দলের একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল । আচমকাই সেই সভায় ঢুকে পড়ে বেশ কিছু দুস্কৃতি। সভা করতে বাঁধা দেওয়া হয় সাংসদ জিতেন চৌধুরীকে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে সিপিএম। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানীতে প্রতিবাদ মিছিল করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমেটি। মেলারমাঠের সিপিএম সদর দপ্তর থেকে মিছিল শুরু হয়ে কামান চৌমুনি, আর এম এস চৌমুনি হয়ে সারা শহর পরিক্রমা করে মেলারমাঠের সিপিএমের সদর দফতরের সামনে এসে মিছিল শেষ হয়।

foodzone
foodzone

মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে একহাত নেন পবিত্র কর। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিলো এখানে সব দলের সমান অধিকার থাকবে। কিন্তু আমরা দেখছি শুধু বামফ্রন্ট নয়, বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলো ও অন্যান্য বিরোধী দলগুলো  মিছিল করার অনুমুতি দেয়না।  মিছিল আমরা জোর করে করলেও সেই মিছিলে গুন্ডামি করে। এখন আমরা প্রকাশ্যে মিটিং-মিছিল করতে পারিনা। কিন্তু আমরা বলবো , মানুষ এর প্রতিরোধ করে ত্রিপুরাতে শান্তির বাতাবরণ তৈরী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here