আগরতলাঃ গণতন্ত্র হত্যার বিরুদ্ধে সারা দেশের মানুষ জেগে উঠবে, আর আমরা প্রতিরোধের প্রাচীর তৈরী করে সন্ত্রাসের মোকাবিলা করবো। ধলাই জেলায় সিপিএমের বৈঠকে দুস্কৃতিদের হামলা ও সাংসদ জিতেন চৌধুরীর উপর দুস্কৃতিদের হামলার প্রতিবাদে সোমবার রাজধানীতে প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। রবিবার আমবাসাতে সিপিএমের সভায় হামলা চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু দুস্কৃতিদের বিরুদ্ধে । সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রবিবার দুপুরে ধলাই জেলার আমবাসায় সিপিএম পার্টি অফিসে দলের একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল । আচমকাই সেই সভায় ঢুকে পড়ে বেশ কিছু দুস্কৃতি। সভা করতে বাঁধা দেওয়া হয় সাংসদ জিতেন চৌধুরীকে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে সিপিএম। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানীতে প্রতিবাদ মিছিল করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমেটি। মেলারমাঠের সিপিএম সদর দপ্তর থেকে মিছিল শুরু হয়ে কামান চৌমুনি, আর এম এস চৌমুনি হয়ে সারা শহর পরিক্রমা করে মেলারমাঠের সিপিএমের সদর দফতরের সামনে এসে মিছিল শেষ হয়।
