আরপিও ছাড়াই সপ্তমের বেতন, শাস্তির মুখে ৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক

আগরতলাঃ আরপিও ছাড়াই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষক কর্মচারীরা পেয়ে গেছে  বেতন । আর  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। ঘটনাটি ঘটেছে আমবাসার তিনটি স্কুলে। সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা  আরপি ছাড়াই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন। এই ঘটনা সামনে আসতেই শিক্ষাদপ্তরে শুরু হয়ে গেছে হইচই। শিক্ষামন্ত্রী রাজ্যের বাইরে থাকলেও পুরো বিষয়টি তিনি শুনেছেন এবং সেখান থেকেই ব্যবস্থা নিচ্ছেন বলে সূত্রের খবর। আজ রাতেই হয়ত বরখাস্ত করা হবে তিনটি স্কুলের প্রধান শিক্ষককে। এমনটাই খবর আসছে শিক্ষাদপ্তর থেকে । বিশেষ সূত্রে খবর শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়ে আধিকারিকদের জানিয়েছেন আজ রাতের  মধ্যেই যেন তিনটি স্কুলের প্রধান শিক্ষকদের বরখাস্ত করা হয় ।

 আমবাসার ডলুব্রী গেট দ্বাদশ শ্রেণী স্কুল, সপ্তরাম চৌধুরী স্কুল ও উত্তর নালীছড়া স্কুলের শিক্ষকরা আরপিও ছাড়া বেতন পেয়ে যায় ।  ডলুবাড়ি স্কুলের প্রধান শিক্ষক সুকোমল কান্তি দাস, সপ্তরাম চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক রত্না মোহন মূলসুম নিজের ভুল স্বীকার করে ট্রেজারিতে চিঠি দিয়েছে। কিন্তু দপ্তর সূত্রে খবর চিঠিতেও কোন কাজ হবেনা । বরখাস্ত করাই হবে তাদের।  এখনও আরওপিএখনো তার আগে কিভাবে সপ্তম সুপারিশ অনুযায়ী বেতন দেওয়া হয়েছে সেটাই এখন সব থেকে বড় বিষয়।

error: Content is protected !!