সরকারি জমি উদ্ধার।

সরকারি জমির উপর দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছিলেন এমন অনেক ব্যবসায়ী রয়েছেন রাধানগর থেকে জি বি পর্যন্ত অঞ্চলে। এই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের নিজেদের দোকান তথা জমি গুলি ঠিক করে নিতে আগরতলা পুর নিগম থেকে তাদের কে বহু বার নোটিস ও দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ ই এই বিষয়ে কর্ণপাত করে নি। দিব্বি তারা ব্যবসা চালিয়ে যাচ্ছিল সরকারি জমির উপর। অবশেষে বাধ্য হয়ে এই সব ব্যবসায়ীদের ফের গত 7দিন পূর্বে আবার ও নোটিস দেওয়া হয় পুর নিগমের তরফে। এখানেই শেষ নয়, মঙ্গলবার বিকেলে ফের মাইকিং করে পুর নিগমের তরফে এই সব ব্যবসায়ীদের শেষ বারের মতো হুঁশিয়ারি ও দেওয়া হয়। এর পর ও তারা কেউ ই নিজেদের জায়গা ছাড়ে নি। অবশেষে বাধ্য হয়ে বুধবার সকালে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স ভাঙতে শুরু করলো এই সব অবৈধ দোকান পাট গুলি। একে, একে টাস্ক ফোর্স যাবতীয় সব সরকারি জায়গায় ই বের করতে সক্ষম হয় এদিন। বিশাল পরিমান নিরাপত্তা বাহিনী ও ছিল এই অভিযানে।

error: Content is protected !!