ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নাম পরিবর্তন করে হবে টেরোটোরিয়াল কাউন্সিল

ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নাম পরিবর্তন করে হবে টেরোটোরিয়াল কাউন্সিল । এতে সদস্য সংখ্যা হবে ৫০ জন। তার মধ্যে রাজ্যপাল মনোনিত সদস্য সংখ্যা থাকবে ৬জন।বাদবাকি ৪৪ জন হবে নির্বাচিত প্রতিনিধি। ত্রিস্তরীয় কাউন্সিল ব্যাবস্থা  হবে এই টেরোটোরিয়াল কাউন্সিলে। তাতে থাকবে ভিলেজ কাউন্সিল, ব্লক কাউন্সিল এবং টেরোটোরিয়াল কাউন্সিল। এছাড়াও থাকবে পৃথক প্ল্যানিং কমিশন। দপ্তরের সংখ্যা বেড়ে হবে ৪৩টি। বুধবার এবিষয়ক একটি  সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা ।   সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উপজাতি কল্যানমন্ত্রী মেবার কুমার জমাতিয়া।

error: Content is protected !!