মুখ পুড়লো SFI এর

নোংরা রাজনীতি করতে গিয়ে ফের একবার মুখ পুড়লো সিপি আই এম এর ছাত্র সংগঠন এস এফ আইয়ের। এস এফ আইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে যে উদয়পুরের রমেশ স্কুলের একটি ছাত্রীর শ্লীলতাহানি করেছে ওই স্কুলের শিক্ষক সুব্রত চক্রবর্তী।  আজ সকালে এস এফ আইয়ের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এই খবর।  এস এফ আই এর পক্ষ থেকে ওই শিক্ষকের নামে অভিযোগ তুলে স্কুলের প্রধানশিক্ষিকার কাছে অভিযোগ জানানো হয়। এবং আজ সকাল থেকে স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ করেন । ঠিক এই সময় সিপি আই এমের ছাত্র সংগঠন এস এফ আইয়ের মুখোশ খুলে দেন সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবক ।  ওই ছাত্রীর অভিভাবক স্কুলের প্রধান শিক্ষিকার কাছে চিঠি দিয়ে জানান, আজ সকালে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। ওই অভিভাবক আরও জানিয়েছেন, গত শনিবার বিদ্যালয়ে তার মেয়ের সাথে শিক্ষক সুব্রত চক্রবর্তীর পড়াশুনা নিয়ে কিছু বাদানুবাদ হয়। এর ফলে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।কিন্তু কতিপয় ছাত্র সংগঠনের নামে কল্পিত অভিযোগের ভিত্তিতে আমার মেয়ে ও পরিবার কে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে তার সাথে আমার মেয়ে বা আমার পরিবারের কোন সম্পর্ক ও সম্মতি  নেই। কোন শিক্ষকের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। এরপরেই মুখোশ খুলে যায় এস এফ আইয়ের।

এই ঘটনার পর ছিঃ ছিঃ পড়ে গেছে রাজ্য জুড়ে। রাজনীতি করতে গিয়ে কিভাবে এত নীচে নামতে পারে সিপিআইএম ও তার ছাত্র সংগঠন? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

error: Content is protected !!