প্রতিরক্ষা কমিটি থেকে সরলেন সাধ্বী

আবারও বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। মহত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে মন্তব্য করেছেন তিনি৷ যার ফলে আবারও বিরোধীরা ক্ষুব্ধ হয়েছেন তার উপরে৷ এরপরেই বিতর্কের মুখে পড়ে প্রতিরক্ষা কমিটির পদ থেকে সরানো হয় সাধ্বী প্রজ্ঞাকে।

ডিএমকে সদস্য এ রাজা যখন স্পেশ্যাল প্রোটেকশন বিল নিয়ে কথা বলছিলেন সেই সময়ে তিনি নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে সাধ্বী প্রজ্ঞা জানান এভাবে তিনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না ৷ কংগ্রেস নেতারা তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷ এ রাজা জানান, ৩২ বছর ধরে গডসে মহত্মা গান্ধির বিরুদ্ধে ক্ষোভ পুষে রেখেছিলেন।

সাধ্বীর এই মন্তব্যর ফলে উত্তাল হয়ে ওঠে লোকসভা৷ পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় বিজেপি নেতাদের৷ কংগ্রেস নেতারা নাথুরাম গডসেকে নিয়ে এহেন মন্তব্যর জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতারা। নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন অনেকে। এর প্রতিবাদে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদেরা।

error: Content is protected !!