নোংরা রাজনীতি করতেই কি রাজপথে গণতান্ত্রিক মহিলা সমিতি?

আগরতলাঃ  “প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনসমক্ষে রাজ্যের মহিলা মন্ত্রীর সাথে আপত্তিকর অশালীন আচরনের জন্য মন্ত্রী মনোজ দেব-কে বরখাস্ত ও গ্রেপ্তার” এই স্লোগানকে সামনে রেখে সোমবার রাজধানীতে মিছিল করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি । পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল । সেখান থেকে সারা  শহর পরিক্রমা করে মিছিলটি । মিছিল থেকে নারী সমেতির নেত্রীরা আওয়াজ তোলেন খাদ্যমন্ত্রীর শাস্তি চাই । ঘটনার সূত্রপাত ৯ ফেব্রয়ারি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সময় বিলোনিয়া-গর্জি রেলের উদ্বোধন করছিলেন সেই সময়। ভিডিওতে দেখা যায় যে মন্ত্রী শান্তনা চাকমার কোমড়ে হাত দিয়ে তাকে পেছনে সরিয়ে নিয়ে আসছেন ক্রিয়ামন্ত্রী মনোজ কান্তি দেব। মনোজ বাবু শান্তনা চাকমার কোমড়ে হাত দিয়ে যে তাকে সরিয়ে নিয়ে আসছিলেন সেটা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। এরপরেই সেই ভিডিও নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় ওঠে। পরবর্তী সময়ে মন্ত্রী মনোজ দেব এই বিতর্কের অবসান ঘটিয়ে আগরতলার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে,  “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসময় উদ্বোধন করছিলেন সেই সময় একদিকে পাঁচজন আর অপর দিকে চারজন মন্ত্রী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মন্ত্রী শান্তনা চাকমা আমার সামনেই দাঁড়িয়ে পড়েছিলেন। আমি সেই সময় সাইডে আসছিলাম। সেই সময় তাঁকে সামনে থেকে সরিয়ে সাইডে যেতে গিয়ে হাত লেগেছিল। যারা কুৎসা রটাচ্ছেন সেটা তাদের সম্পূর্ণ নিন্ম মানসিকতার পরিচয়”নারী সমিতির মিছিল থেকে আওয়াজ ওঠে এই ঘটনায় যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

error: Content is protected !!