মমতা বন্দ্যোপাধ্যায় পারেন বিজেপির অশুভ দৃষ্টি কে দূর করতেঃ মৌসম

হক জাফর ইমাম।(মালদা) মৌসম বেনাজির নূরের হাত ধরে ফের ভাঙ্গন কংগ্রেস শিবিরে।  মালদা রতুয়া ২ নম্বর ব্লকের পর্যবেক্ষক দেবপ্রিয় সাহা ও মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হকের নেতৃত্বে মৌসমের হাত ধরে প্রায় ৫০০ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ যোগদান করেন।   পঞ্চায়েত সমিতির কংগ্রেস মেম্বার শংকর রায় ও কংগ্রেস মেম্বার ডলি খাতুন,পঞ্চায়েত সমিতির বিজেপি মেম্বার শ্যামলী দাস, প্রাক্তন পঞ্চায়েত সমিতি ও জিপি কংগ্রেস মেম্বার শেখ মুকুল, সি এ ডিসির এক্স চেয়ারম্যান শেখ বাবলুসহ ৫০০ শতাধিক কর্মী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম বেনোজির নূর, মালদা জেলা তৃণমূলের সভাপতি ডঃ মোয়াজ্জেম হোসেন, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা।  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবপ্রিয় সাহা বলেন আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৪১ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী মধ্যে প্রথম উত্তর মালদার সংসদ মৌসম বেনজির নূরের নাম প্রস্তাব করেছেন আমরা গর্বিত আমরা আনন্দিত।এদিন তৃণমূলে সংবর্ধনা ও যোগদানের পর্বে  উত্তর মালদার সংসদ মৌসম বেনাজির নূর বলেন, রাজ্যে বিজেপিকে যদি আটকাতে পারে তার একটাই নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির যে অশুভ দৃষ্টি পশ্চিমবঙ্গে তথা মালদায় পড়েছে এই অশুভ দৃষ্টি কে দূর করতে রাজ্যে তৃণমূল তার মধ্যে মালদাতে ও তৃণমূলকে জয়ী করতে হবে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন বিজেপির অশুভ দৃষ্টি কে দূর করতে।

error: Content is protected !!