চিকিৎসকদের সম্মান করা আমাদের দায়িত্বঃ মুখ্যমন্ত্রী

আগরতলাঃ চিকিৎসকদের জীবনদাতা হিসাবে মানি আমরা। তাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। জাতীয় চিকিৎসক দিবস হিসাবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শুরুতেই ডঃ বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সম্মান করা আমাদের পরম্পরা। এটা যাতে কোন ভাবেই নষ্ট না হয় সেই দিকে সরকারের যেমন নজর রয়েছে ঠিক তেমন ভাবেই সাধারন মানুষকেও দায়িত্ব নিতে হবে। চিকিৎসকদের সম্মান করতে হবে। পাশাপাশি রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদেরও আন্তরিকতার যেন ঘাটতি না হয় সেদিকে চিকিৎসকদেরও লক্ষ্য রাখতে হবে। রোগীদের সমস্যা চিকিৎসকদের আরও ভালো করে শুনতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরীবদের ৫ লক্ষ্য টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন আয়ুস্মান ভারত প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটি ত্রিপুরাতেও চালু করা হয়েছে। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য ১৫ জন চিকিৎসককে পুরস্কার প্রদান করা হয়।

error: Content is protected !!