ব্যক্তিগত জীবনে সকলকে অবশ্যই একটা করে গাছ লাগানোর জন্য আহ্বান করছিঃ মুখ্যমন্ত্রী

জোলাইবাড়িঃ “ব্যক্তিগত জীবনে সকলকে অবশ্যই একটা করে গাছ লাগানোর জন্য আহ্বান করছি। বনমহোৎসব সাধারণ মানুষকে বৃক্ষরোপণ করতে অনুপ্রাণিত করে।“ মঙ্গলবার দক্ষিন ত্রিপুরার জোলাইবাড়ির সচীরামবাড়িতে ৭০ তম রাজ্যভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব। তার অঙ্গ হিসাবে আজ জোলাইবাড়ির  সচীরামবাড়িতে শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।  মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অনান্যরা।

error: Content is protected !!