ঘোর সংকটে জোট সরকার, ইস্তফা ২২ জন মন্ত্রীর

কর্ণাটকে ফের একবার বিপাকে পড়তে চলছে জোট  সরকার। জোটের বেশ কয়েকজন বিধায়ক পদত্যাগ করেছিলেন আগেই। এবার সোমবার সকালে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর কাছে ইস্তফাপত্র জমা দেন কংগ্রেসের ২২ জন মন্ত্রী। পদত্যাগের ফলেও আরও কোণঠাসা হয়ে পড়েছেন কুমারস্বামী।

যেসব বিধায়ক ইস্তফা দিয়েছেন, তাঁরা বর্তমানে মুম্বইয়ের হোটেলে আছেন। তবে তাদের স্পিকারের কাছে দেওয়া ইস্তফাপত্র ফিরিয়ে নেওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে রীতিমত টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে কর্ণাটক সরকারে। কংগ্রেসের সরকার পড়ে গেলে বিজেপি কর্ণাটকে সরকার গড়তে প্রস্তুত বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। যে সমস্ত বিধায়ক ইস্তফা দিয়েছেন তাঁরা যদি তা ফিরিয়ে না নেন সেক্ষেত্রে জোট সরকারের বিধায়কের সংখ্যা ১০৪-এ নেমে আসবে। তাতে ২২৪টি আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করা সম্ভব হবে না জোট সরকারের পক্ষে।

বর্তমানে ১১৮ জন বিধায়ক রয়েছে কংগ্রেস-জেডিএসের। ১১৩ জনের নিচে নেমে গেলেও ক্ষমতা হারাবে তারা। সোমবার বিকেলেই সামগ্রিক পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বৈঠক করবে বিজেপি।

error: Content is protected !!