মধ্যপ্রদেশে ২৫ জন গরুপাচারকারী সন্দেহে বেধড়ক মার গোরক্ষকদের

দড়িতে বেঁধে মারধোর করা হচ্ছে বেশ কয়েকজন যুবককে। শুধু মারধোর নয় ওই যুবকদের কান ধরে ওঠবোস ও করানো হচ্ছে। শুধু এতেই থেমে নেই গোরক্ষকরা জোর করে তাদের দিয়ে বলানো হচ্ছে ‘জয় শ্রী রাম’ স্লোগান। ঠিক এইরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। আর এই ভিডিও সামনে আসার পর থেকেই শুরু হয়েছে একাধিক বিতর্ক। ভিডিওটি মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার। সেখানে কয়েকজন যুবককে গরু চুরির অপরাধে দড়ি দিয়ে বেঁধে মারধোর করছেন গোরক্ষকরা।  স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গত ৭ জুলাই। ২১টি ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিল প্রায় ২৫ জনের একটি দল। তখনই তাদের পাকড়াও করে গোরক্ষকরা। চলে বেদম মার। ট্রাকগুলি ও চালকদের স্থানীয় থানায় নিয়ে যায় গ্রামবাসীরা। এদিকে ঘটনার ভিডিও ভাইরাল হয়ে শুরু হয়েছে বিতর্ক। খান্ডওয়া জেলার পুলিশ সুপার শিবদয়াল সিং জানিয়েছেন, অবৈধভাবে গরুগুলিকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল। আক্রান্ত ব্যবসায়ীদের কাছে বৈধ নথি নেই। ফলে তাদের বিরুদ্ধে গরু পাচারের মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানান, মারধরের অভিযোগে স্থানীয় বেশকিছু লোকের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here