৬৫ বছরের বৃদ্ধের লালসার শিকার ৪ বছরের শিশু

অভিযুক্ত বৃদ্ধ

প্রতিক নাথ(ধর্মনগর) সারা দেশে ধর্ষণ যেন এক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্ভয়া কান্ডে দোষীদের শাস্তির পরেও যে হুঁশ ফেরেনি অভিযুক্তদের তা একের পর এক ঘটনা থেকেই স্পষ্ট । কিন্তু ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে যে পৈচাশিক ঘটনা ঘটলো তা যেন সব কিছু ঘটনাকেই ছাপিয়ে গেলো। একটি চার বছরের মেয়ের উপর পাশবিক অত্যাচার চালালো ৬৫ বছরের বৃদ্ধ রবীন্দ্র পাল । এই ঘটনা সামনে আসতেই ছিঃ ছিঃ রব উঠেছে ধর্মনগর থানা এলাকার কামেশ্বর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় । ঘটনার বিবরনে জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগে ৬৫ বছরের ওই বৃদ্ধ চার বছরের শিশু কন্যাটিকে তার বাড়িতে ডেকে নেয় । এরপর সে শিশুটির উপর পাশবিক অত্যাচার চালায়। শিশুটি বাড়িতে এসে পুরো ঘটনাটি তার বাড়ির লোকেদের জানায় । এরপর শিশুটির বাড়ির থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ধর্মনগর থানার পুলিশে রবীন্দ্র পাল কে গ্রেপ্তার করে । যদিও অভিযুক্ত বৃদ্ধ  ঘটনার কথা অস্বীকার করে । এবং  সংবাদমাধ্যমের সামনে সে জানায় মেয়েটির সাথে নাকি তার দাদু নাতনির সম্পর্ক ছিল ।  অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে ধর্ষণ হয়েছে বলে প্রমান পাওয়া গেছে । এবার মেডিকেল টেস্ট হওয়ার পর পরিষ্কার হবে যে ধর্ষণ হয়েছিল কি না । এই ঘটনা সামনে আসার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছ।  নিন্দার ঝড় বইছে চারিদিকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here