এবার কি রাজ্য আর কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে রিয়াং জনজাতি?

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) কাঞ্চনপুরের রিয়াং শরণার্থীদের ৭ দফা সমর্থনে শান্তিরবাজার মহকুমায় সোমবার সাংবাদিক সম্মেলন করলো রিয়াং জনজাতির ব্রু সংগ্রমা । শান্তিরবাজার মহকুমার ব্রু সংগ্রমা অফিসে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীরা দীর্ঘদিন ধরে ত্রিপুরার কাঞ্চনপুরে বসবাস করছে । বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থীদের ত্রিপুরা থেকে উচ্ছেদ করার জন্য যৌথ প্রচেষ্টা চালাচ্ছে । এই অভিযোগে মোট ৭ দফা দাবী সনদ কাঞ্চনপুর মহকুমার জেলাশাসকের হাত দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর কাছে পেশ করেন । এই সাত দফা দাবী সনদ পূরনের লক্ষে ব্রু সংগ্রমার উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রু সংগ্রমার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং, সংগ্রমার প্রতিষ্ঠাতা জৈনবৃত্য রিয়াং সহ অনান্যরা । সাংবাদিক সম্মেলনে ৭ দফা দাবীর বিস্তারিত আলোচনা করেন এব তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তাদের এই দাবী না মানলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে সামিল হবেন।

error: Content is protected !!