চাষিদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়

নিজেস্ব প্রতিনধি(উদয়পুর) আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে পরিনত করা হবে। দেশের অনান্য রাজ্য গুলির থেকে আমাদের রাজ্য অনেক পিছিয়ে আছে । অথচ বছরে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ৮০ লক্ষ টাকা করে পাচ্ছে । রাজ্যের গ্রামগুলিতে যে পর্যায়ে উন্নয়ন হওয়ার কথা ছিলো সেই পর্যায়ে উন্নয়ন ঘটেনি, গ্রামগুলি আজও উন্নতি ঘটেনি, এর প্রধান কারন বিগত সরকারের স্বজন পোষণ ও দলবাজি। সোমবার বিকালে গোমতী জেলার মির্জার তামিরাই পাড়া স্কুল মাঠে আয়োজিত আই সি এ আরের “রাইস ডে এবং ধান চাষি মিলন অনুষ্ঠানে এসে রাজ্যের বিভিন্ন গ্রামগুলিতে অনুউন্নয়ন নিয়ে বিগত বাম সরকারকে এভাবেই বিধলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর মন কি বাত অনুষ্ঠান করে চাষি ভাইদের কাছে পৌঁছাতে চাইছেন। চাষিদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় । দেশের পাশাপাশি রাজ্যে সরকারও রাজ্যে কৃষি বিপ্লব ঘটাতে চাইছে। কৃষকভাইরা যাতে তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পায় সেই জন্য এফ সি আইকে কৃষকদের কাছ থেকে ধান কিনতে বলা হয়েছে। ধান ভাঙ্গানোর জন্য রাজ্য সরকার কৃষকদের ১৩০টাকা প্রতি কুইন্টাল ভর্তুকি দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রনজিত সিংহ রায় সহ অনান্য অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here