বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) সিপিএম বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য ব্যাপকহারে প্রস্তুতি শুরু করেছে। আজকের বিলোনিয়ার ঘটনা তার জলজ্যান্ত উদাহরন। শনিবার সন্ধ্যায় পশ্চিম পিলাক পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে আয়োজিত বিজয় মিছিলে উপস্থিত হয়ে বিলোনিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন দক্ষিন জেলার বিজেপি সভাপতি বিভীষণ দাস।

বাম আমলে পিলাক ছিলো সিপিএমের শক্তঘাটি। বর্তমানে সে সব অতীত। পরিবর্তনের হাওয়ায় পিলাক আগেই হাতছাড়া হয়েছে সিপিএমের। আসন্ন ত্রিস্তরিয় পঞ্চায়েত উপনির্বাচনে পশ্চিম পিলাক পঞ্চায়েতে জয়লাভ করেছে বিজেপি। শনিবার বিজেপির জয়ী প্রতিনিধিদের নিয়ে একটি বিজয় মিছিল ও সভার আয়োজন করা হয়।
