সারা দেশে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছেঃ এন তুম্বা সিং

অভিজিৎ ভট্টাচার্য(বিলোনিয়া) এশিয়ার সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হলো ভারতীয় মজদুর সংঘ। শ্রমিকদের স্বার্থে এই সংগঠন বরাবর কাজ করে এসেছে। এই সংগঠন ব্যাক্তি পুজা করেনা এবং ব্যাক্তি পুজা মানেনা। এখানে ধ্বজার পুজো হয় এবং ধ্বজাকে সামনে রাখে এই সংগঠনের কার্যকর্তারা। তবে বিজেপি থেকে আলাদা নয় ।

শনিবার বিলোনিয়া টাউন হলে বিলোনিয়া  মহকুমা ভিত্তিক অসংগঠিত ক্ষেত্রের মজদুরদের একদিনের “অভ্যাস বর্গ” অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন এন তুম্বা সিং। তিনি আরও বলেন, এই সংগঠন গুলি নারী নির্যাতনকে প্রশয় দেয়না ।

foodzone
foodzone

পাশাপাশি আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কে কড়া ভাষায় আক্রমন করে তিনি বলেন, সারা দেশে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে। আর আসতে পারবেনা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনকে আরও মজবুত করার কথা বলেন তিনি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অনান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক বলেন, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার রাজ্যে গঠিত হয়েছে সেই সরকার চেষ্টা করছে যে শোষিত,বঞ্চিত যারা রয়েছেন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here