অভিজিৎ ভট্টাচার্য(বিলোনিয়া) এশিয়ার সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হলো ভারতীয় মজদুর সংঘ। শ্রমিকদের স্বার্থে এই সংগঠন বরাবর কাজ করে এসেছে। এই সংগঠন ব্যাক্তি পুজা করেনা এবং ব্যাক্তি পুজা মানেনা। এখানে ধ্বজার পুজো হয় এবং ধ্বজাকে সামনে রাখে এই সংগঠনের কার্যকর্তারা। তবে বিজেপি থেকে আলাদা নয় ।
শনিবার বিলোনিয়া টাউন হলে বিলোনিয়া মহকুমা ভিত্তিক অসংগঠিত ক্ষেত্রের মজদুরদের একদিনের “অভ্যাস বর্গ” অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন এন তুম্বা সিং। তিনি আরও বলেন, এই সংগঠন গুলি নারী নির্যাতনকে প্রশয় দেয়না ।
