‘এনআরসি দুর্নীতির’ অভিযোগে খারুপেটায় ধরা পড়লেন স্কুলের প্রধানশিক্ষক

অসমঃ এনআরসিতে নাম নথিভুক্তকরনের জন্য ঘুষের বিনিময়ে শংসাপত্র প্রদান করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন অসমের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক । ঘটনাটি ঘটেছে, অসমের দাররাং জেলার খারুপেটায়। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম আবদুল হামিদ  । তিনি বাহারবাড়ী গার্লস লোয়ার প্রাথমিক (এলপি) স্কুলের প্রধান শিক্ষক।

ঘটনার বিবরনে জানা গেছে, ওই প্রধানশিক্ষক এনআরসিতে নাম নথিভুক্তকরনের জন্য  শংসাপত্র প্রদানের বিনিময়ে  ৫০০ থেকে ১০০০ টাকা  করে ঘুষ নিচ্ছেন। এই ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবী তুলেছেন এলাকাবাসী । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার এনআরসি নিয়ে দুর্নীতি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বছরের এপ্রিল মাসে, পশ্চিম আসামের ধূবরি শহরে পুলিশ, দুজন ভেরিফিকেশন অফিসারকে আটক করেছিল । যারা এনআরসি আপডেট করে  নাগরিকত্ব যাচাই করার জন্য ডকুমেন্ট জমা নেওয়ার সময় ‘সার্ভিস চার্জ’ নিচ্ছিলো । অপর দিকে দাররাং জেলার সিপাহারেও, সন্দেহভাজন  দুইজন নাগরিক সান খান এবং নয়া খানকে দ্বিতীয় রাউন্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য এনআরসি কর্মকর্তাদের ২০০০০ টাকা ঘুষ দেওয়ার জন্য  গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here