সরকারি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিতে সাব্রম প্রেসক্লাবের সদস্যদের

নিজেস্ব প্রতিনিধি(সাব্রুম) সাব্রুম প্রেস ক্লাবের সভাপতি সুবীর রায় চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রচেষ্টাকে সাব্রুম প্রেস ক্লাবের সকল সদস্যরা তীব্রভাবে ধিক্কার জানায়। শুক্রবার সন্ধ্যায় সাব্রুম প্রেস ক্লাবে সভাপতির উপস্থিত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সাব্রুম থানার ওসি কোমল কর চৌধুরী যেভাবে মহকুমার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং চক্রান্ত করে চলছে তা আজকের সভাতে তীব্র নিন্দা জানানো হয়। আগামীদিনে এর বিরুদ্ধে সাব্রুম মহকুমার প্রেস ক্লাবের অন্তর্গত সকল সদস্যরা বৃহৎ আন্দোলনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।  এই ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত মহকুমার সমস্ত সাংবাদিকেরা আজ থেকে সমস্ত রকম সরকারি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় । বৃহত্তর আন্দোলনের অঙ্গ হিসেবে মহকুমার কর্মরত সাংবাদিকরা বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে রাজ্যের মাননীয় মুখমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট ডেপুটেশনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরক্ষা দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here