আগরতলাঃ “সপ্তম পে কমিশন জুমলা”। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারের দেওয়া সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন কে “জুমলা” বলে আখ্যায়িত করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর । দেবীপক্ষের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষনা করল রাজ্য সরকার । ২০১৮ সালের অক্টোবর থেকে লাঘু হবে সপ্তম বেতন কমিশন । সব ক্ষেত্রে ১৪.২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সপ্তম বেতন কমিশনের ফলে গ্রুপ সি কর্মচারীদের সর্বনিন্ম বেতন ১৮০০০ টাকা ও গ্রুপ ডি কর্মচারীদের সর্বনিন্ম বেতন ১৬০০০ টাকা । পুজোর আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী মহল । পুজোর আগে পে কমিশন ঘোষণা হয়ে যাওয়ার এবার পুজো কিছুটা হলেও অন্যরকম ভাবে কাটিয়েছেন সরকারি কর্মীরা ।
