“চোরে শোনেনা ধর্মের কথা”

( ফাইল ছবি)

আগরতলাঃ সিপিএম সহ্য করতে পারছেনা যে বিজেপি সরকার পে কমিশন দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন সপ্তম পে কমিশন দেওয়া সব চাইতে কঠিন কাজ। কেউ  ভালো কাজ করুক সেটা সিপিএম চায়না। বিজেপি সরকারে আসার আগে সপ্তম কমিশন দেওয়ার কথা ঘোষনা করেছিলো। আমাদের মুখ্যমন্ত্রী সেটি করে দেখিয়েছেন। আমরা আশা করেছিলাম সিপিএম সপ্তম পে কমিশন দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ দেবে। বিজন ধরের কাছ থেকে আমরা এটা আশা করেছিলাম। কিন্ত ওনারা তো চোরে শোনেনা ধর্মের কথা , বাজারে এমন একটা অবস্থা।

                                                     বিজ্ঞাপন

বিরোধিতা করতে লাগে সিপিএমের তার জন্য সবসময় এইরকম মন্তব্য করছে । “জুমলা’ একটা শব্দ। জুমলা করতে করতে তারাই চলে যাবে । আগামী লোকসভা নির্বাচনে সিপিএম ধূলিসাৎ হয়ে যাবে। সমাজের ভালো কাজকে সিপিএম কোনদিন ভালোভাবে নেয়না“।  শুক্রবার সাংবাদিক সম্মেলন বিজন ধর বিজেপির সপ্তম পে কমিশনকে “জুমলা” বলেছিলেন। বিজন ধরের এই মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডাকবার্তার প্রতিনিধিকে দেওয়া টেলিফোনিক সাক্ষাতকারে একথা বললেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here