কিষানকুমার মালি(চুড়াইবাড়ি)- নাম মাত্র ইংলিশ মিডিয়াম স্কুল। শিক্ষক মাত্র একজন। পড়াশুনা লাটে-অভিভাবকদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক স্বল্পতার কারনে কদমতলার সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে private স্কুলে নিজ ছেলেমেয়েদের ভর্তি করতে উদ্যোগ হচ্ছেন অভিভাবকরা। কি আর করবেন, তাদের বহু আশা নিয়ে তাদের ছেলেমেয়েকে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলেন। প্রসঙ্গত ২০১৫ সালে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যেই স্কুল শুরু হয় ইংলিশ মিডিয়াম স্কুল।
