শাস্তি পাবে জাল সার্টিফিকেটধারী শিক্ষকরা

আগরতলাঃ জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষাকতা করার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে এফ আই আর দায়ের  করলো শিক্ষা দপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ৪৬৬ এবং ৪৭১ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।  দোষ প্রমানিত হলে সর্বাধিক ৭ বছর জেল এবং জরিমানা উভয়েই হতে পারে।

foodzone

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সেই জন্য কড়া পদক্ষেপ নিয়েছে শিক্ষা দপ্তর। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ আসে এসটিজিটি ও এসটিপিজিটি অফারপ্রাপ্তদের মধ্যে অনেকের সার্টিফিকেট জাল রয়েছে । অভিযোগ পেয়েই উচ্চপর্যায়ের তদন্ত কমেটি গঠন করা হয় সরকারের পক্ষ থেকে।

অভিযোগ আসার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন যে সার্টিফিকেট সমন্ধে যাদের দুর্বলতা রয়েছে তারা যেন দপ্তরের কাছে স্বীকার করলে সরকার তাদের প্রতি ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গি পোষণ করবে। নয়ত তদন্তে জালিয়াতি ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর মাত্র ৯ জন সরকারের কাছে স্বীকার করেন। আর বাকি ১৬ জন স্বীকার না করায় তাদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে শিক্ষাদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here