জাল সার্টিফিকেটধারী কর্মচারীদের ধরতে অন্য দপ্তরেও এবার হানা

আগরতলাঃ এবার শুধু শিক্ষদপ্তর নয় অনান্য দপ্তরে যারা জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই শিক্ষাদপ্তরে জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করায় ১৬ জনের বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে থানায়।

foodzone
foodzone

দীর্ঘ বাম আমলে শিক্ষাদপ্তর সহ বিভিন্ন দপ্তরে জাল সার্টিফিকেট দিয়ে বছরের পর বছর চাকরি করে আসছেন এইরকম অনেকেই রয়েছেন বলে অভিযোগ। এবার তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নিতে চলেছে সরকার। বাম আমল থেকে এই ধারা অব্যাহত থাকলেও নতুন সরকার আসার পরেই সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছেন। শিক্ষা দপ্তরের ঘটনাই তার প্রমান। রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছেন, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে কেউ যদি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন এমন খবর যদি কারো কাছে থাকে তাহলে সে যেন অবশ্যই রাজ্য সরকারের কাছে জানায়। প্রয়োজন হলে যে অভিযোগ জানাবে তার পরিচয়পত্র গোপন রাখা হবে। এবং অভিযোগ এলে সরকার ব্যবস্থা গ্রহন করবে।

error: Content is protected !!