গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) রাজ্যে ক্ষমতায় এসে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্পষ্ট ভাষায় প্রশাসনের আধিকারিকদের জানিয়ে দিয়েছিলেন রাজনীতির রং না দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান শুরু করেছে রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে গাঁজা,ফ্যান্সিডিল সহ বেআইনি মদ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেশ কিছুজনকে। পুজোর আগে এবার বড়সড় সাফল্য পেলো কল্যানপুর থানার পুলিশ। বিগত তিনদিন ধরে কল্যানপুর থানার অন্তগত ঘিলাতলি,তোতাবাড়ি সহ বিভিন্ন জায়গায় মদ বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমানে বে-আইনি মদ , চোলাই মদউদ্ধার করলো কল্যানপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তোতাবাড়ি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
