রাজধানীতে “রাষ্ট্রীয় একতা দৌড়ের” সূচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লিঃ সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্মদিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে ফ্ল্যাগ অফ করে “রাষ্ট্রীয় একতা দৌড়” এর সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় যুব কল্যান ও ক্রিয়ামন্ত্রী রাজবর্ধন সিং রাঠোর। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে সচেতনতা মূলক এই ম্যারাথনের উদ্বোধন করেন তিনি।  ১২ হাজার মানুষ আজকের এই দৌড়ে অংশ নেন । রাষ্ট্রীয় একতা দৌড়ের ফ্ল্যাগ অফ করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন “সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্বদাই একতা প্রতীক”। সাধারন মানুষের পাশাপাশি আজকের এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন বক্সার  মেরিকম, অলিম্পিক জিমন্যাস্টিকে দেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করাদীপা কর্মকারের মত ক্রিয়া জগতের উজ্জল নক্ষত্ররা।

 রাজধানী দিল্লির পাশাপাশি উড়িষ্যাতে  “রাষ্ট্রীয় একতা দৌড়” অনুষ্ঠানে অংশগ্রহন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসামে “রাষ্ট্রীয় একতা দৌড়” এর উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here