মর্মান্তিক দুর্ঘটনা সাঁতরাগাছি ষ্টেশনে, পদপিষ্ট হয়ে মৃত ১

সাঁতরাগাছিঃ অমৃতসর কান্ডের রেশ এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। তার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যেয় সাঁতরাগাছি ফুটব্রিজ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদপিষ্ট হলেন বেশ কয়েকজন যাত্রী।  এদের মধ্যে ১ জন যাত্রীর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্রের খবর প্রায় ২০ জনের উপর যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের মধ্যে রয়েছেন ১ জন শিশুও। প্রতক্ষদর্শীরা জানিয়েছেন যে সন্ধ্যা ঠিক সাতটার সময় আপ এবং ডাউন লাইনে দুটি ট্রেন চলে আসে। ঠিক এইসময় তাড়াহুড়ো করে ফুটব্রিজ দিয়ে নামতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আরও জানা গেছে যে বেশ কয়েকজন যাত্রী ফুটব্রিজ দিয়ে নিচে পড়ে যান।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ঘটনার পর সাঁতরাগাছি রেল স্টেশনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের বিভিন্ন জিনিস। আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য দুটি হেল্প লাইন নম্বর চালু করছে দক্ষিণ-পূর্ব রেল। খড়গপুরে হেল্প লাইন নম্বর  ০৩২২২১০৭২ আর সাঁতরাগাছির হেল্প লাইন নম্বর  ০৩৩২৬২৯৫৫৬১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here