বেড়িয়েছিলেন মাছ ধরতে কিন্তু তারপর….

গৌতম পাল(উত্তর দিনাজপুর)বাড়ি থেকে কিছুটা দূরে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার তিস্তা ক্যানেলের পাশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পেশায় মৎসজীবি মৃত ওই ব্যক্তির নাম রাধাবল্লভ সরকার (৫০), বাড়ি গোয়ালপোখর থানার পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পামল গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পামল গ্রামের বাসিন্দা রাধাবল্লভ সরকার প্রতিদিন এলাকার বিভিন্ন খালে বিলে মাছ ধরতে যায় । সকালে বা বিকেলে স্থানীয় বাজারে বা হাটে সেই মাছ বিক্রি করে। প্রতিদিনের মতো সোমবার বিকেলেও সে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় । রাত হয়ে যাওয়ায় রাধাবল্লভের পরিবারের সদস্যরা এলাকার বিভিন্ন খাল বিল এলাকায় খোঁজাখুজি করতে থাকে । রাতে আর সে বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা গোয়ালপোখর থানার তিস্তা ক্যানেলের পাশে একটি মৃতদেহ দেখতে পায়। এই খবর জানাজানি হতেই এলাকায় ছুটে আসে আশপাশ থেকে বহু মানুষ। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। পরিবারের সদস্যরাও তিস্তা ক্যানেলের ধারে একটি মৃতদেহ পরে রয়েছে খবর পেয়ে ছুটে আসে । মৃতদেহটি রাধাবল্লভ সরকারের বলে শনাক্ত করেন পরিবারের লোকেরা । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে রাধাবল্লভ সরকারের মৃত্যু হয়েছে নাকি কেউ খুন করেছে তাকে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!