অর্ঘ্য মাহাতো(আগরতলা) ওবিসি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে শুরু হলো ঋণ শিবির। আগরতলার বনকুমারীর নাটমন্দিরে অনুষ্ঠিত এই শিবিরে রাজ্যের ওবিসি সম্প্রদায়ের বেকার যুবক-যুবতীদের ব্যবসায় উৎসাহিত করার জন্য ঋণ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। “আগেও এই ঋণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ মানুষ এই ঋণের ব্যাপারে জানতেন না”, অভিযোগের সুর শোনা গেলো ওবিসি কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য প্রাণগোপাল দেবনাথের কথায়।
ডাকবার্তার প্রতিনিধিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “বিগত দিনের সরকার মানুষকে বঞ্চিত ও শোষিত করেছে। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে এই ঋণের ব্যাপারে জানানোর জন্য প্রচার চালাচ্ছি।” বিজেপি সরকার আসার পর সংস্থায় নতুন বোর্ড অফ ডিরেক্টর তৈরী করা হয়। যেখানে আছেন প্রফুল্ল দেবনাথ, বীণাপানি দেবনাথ ও প্রাণগোপাল দেবনাথ।
