বিজেপির জনসভার একই জায়গায় শুভেন্দু অধিকারীর পাল্টা সভা।

হক জাফর ইমাম(মালদা) মঙ্গলবার মালদা সাহাপুরে বিজেপির অমিত শাহের সভার ঠিক ৮ দিনের মধ্যে একই জায়গায় আগামী ৩০ শে জানুয়ারি শুভেন্দু অধিকারী কে নিয়ে পাল্টা জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস।তৃণমূলের জেলার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সরকার বলেন বিজেপি ছোট জায়গায় বেশি মঞ্চ বানায় তাতে মাঠে বেশি লোক থাকতে পারে না কিন্তু আমরা একটি মঞ্চ বানাবো এবং তার চারগুন লোককে নিয়ে জনসভা করে দেখাবো। অমিত সাহার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা শুভেন্দু অধিকারী যথেষ্ট। আগামী ৩০ শে জানুয়ারি ওই ময়দানেই হবে আমাদের সভা।  তৃণমূলের এই সভা কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আমরা যেখানে সভা করবো পেছোন পেছোন তৃণমূল যাবে। শুভেন্দু অধিকারী যেসব সভা করেছেন তার সবকটি ফ্লপ শো হয়েছে। এদিনের বিজেপি সর্বভারতীয় সম্পাদক অমিত শাহের সভার মানুষ দেখে তৃণমূল আতঙ্কিত বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here