অয়ন মজুমদার(কৈলাশহর) কৈলাশহর টিলাবাজার গ্রামীন ব্যাঙ্কের শাখায় ঘটে গেলো এক তুঘলকি কান্ড । যা পড়ার পর দর্শকদের চোখ কপালে উঠে যাবে এটা প্রায় একপ্রকার নিশ্চিত। দুই ছাত্রীর নাম এক কিন্তু ঠিকানা আর বাবার নাম আলাদা। নাম হেনা বেগম। আর এই নাম এক হওয়ায় কারনের জন্য যত বিপত্তি। স্ট্রাইপেন্ড এর টাকা পাওয়ার জন্য কৈলাশহর উত্তরাঞ্চল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী হেনা বেগম ২০১৩ সালে ও দশম শ্রেণির ছাত্রী হেনা বেগম ২০১৪ টিলাবাজার গ্রামীন ব্যাঙ্কের শাখায় দুটি আলাদা ব্যাঙ্ক একাউন্ট খোলে। একাউন্ট খোলার সময় তারা সমস্ত ডকুমেন্টস ব্যাঙ্কে জমা দিয়েছিলো। এবং ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের পাসবই দেওয়া হয়েছিলো । এতদিন পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক চলছিলো । নিয়মিত তারা ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন,জমা করছিলেন সব কিছুই ঠিকঠাক চলছিলো ।
