বঙ্গে কি পুজো মাটি করবে তিতলি?

হক জাফর ইমাম(মালদা)  পুজোর আগে শুরু হয়ে গেলো তিতলির খেলা । ঘূর্ণিঝড় তিতলি উড়িষ্যা উপকূলের আছড়ে পড়ার পরেই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঘূর্ণিঝড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মালদা জেলায় লাগাতার ঝড় বৃষ্টি হয়ে চলেছে। ঝড় বৃষ্টিতে নাজেহাল  সাধারন মানুষ। বৃষ্টি শুরু হওয়ায় মাথায় হাত পুজো কমেটি গুলির। মালদা শহরের পুজোগুলির মধ্যে অন্যতম দিলীপ স্মৃতি সংঘ। সেই ক্লাবের সম্পাদক শুভজিৎ দাস সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কেউ তো বলতে পারে না বা আটকানোর কিছু থাকে না।  আমরা আগাম একটু জানতে পেরেছিলাম উড়িষ্যায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে তারই প্রকোপ সারা রাজ্যের পাশাপাশি মালদাতে এসে পড়লো।  ক্রমাগত বৃষ্টিতে আমাদের মন্ডপ সাজানোর কাজ করতে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই বছরের তাদের থিম দুর্গাপুজো যেমন বাংলার রসগোল্লাও বাংলার। মালদা কালিয়াচক থেকে পুজোর বাজার করতে আসা দিপু হালদার জানিয়েছেন, পুজোর আগে এমন বৃষ্টি বাজারে কেনাকাটা করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে তাদের। এখন এটাই দেখার যে অসুর রুপী বৃষ্টির হাত থেকেই কবে রক্ষা পায় রাজ্যবাসী।

error: Content is protected !!