দাও সে অরন্য ফিরিয়ে

গৌতম পাল(রায়গঞ্জ) বিশ্ব উষ্ণায়ন ও কংক্রিটের জঙ্গলে হারিয়ে যেতে বসেছে প্রকৃতির তৈরি অরন্য। আর এই অরন্যের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এবছরের পুজোর থিম ” দাও সে অরন্য ফিরিয়ে “।  পুজো মন্ডপ জুড়ে রয়েছে সবুজ বনানী, আর বনানীর কোলে বিরাজমান পশুকূল। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ৬৩ তম পুজো বর্ষে মন্ডপের সামনের দিকে যেমন থাকছে  অরন্য ধ্বংসের প্রতিচ্ছবি তেমনি মন্ডপের ভেতরে রয়েছে সবুজের হাতছানি ।  ফাইবার, কাঠবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য গাছ, পশু পাখি । একদিকে যেমন দেখানো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের ছবি, পাশাপাশি দেখানো হচ্ছে অরন্য থাকার ফলে কিভাবে বজায় থাকছে পরিবেশের ভারসাম্য।

১৫ লক্ষ টাকা ব্যায়ে অরবিন্দ স্পোর্টং ক্লাবের পুজোয় মৃন্ময়ী মূর্তি আর চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা যে দর্শনার্থীদের মন কাড়বে সেটা এখন থেকেই বলা চলে।  পুজো কমিটির এক কর্মকর্তা সম্রাট বোস জানালেন, অরন্য ও গাছপালা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতেই এই ধরনের পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেকারনেই চতুর্থীতেই উদ্বোধনের দিন পুজো মন্ডপ এলাকায় থাকছে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরন অনুষ্ঠান।

error: Content is protected !!