এবার পুজোয় শুধু খাবেন না দেখবেনও

গৌতম পাল(রায়গঞ্জ) সতেরো লক্ষ আইসক্রিমের কাঁঠি সাজিয়ে তৈরি হচ্ছে ৭০ ফুট উঁচু কাল্পনিক মন্দির । আর এই মন্ডপে দুমিনিট পর পরই জাদুকাঠির ছোঁয়ায় বদলে যাবে মন্দিরের রঙ। এবছর দূর্গাপুজোয় রায়গঞ্জের বিপ্লবী  ক্লাব সুবর্ণজয়ন্তী বর্ষে দর্শনার্থীদের এই রকম এক অভিনবত্ব পুজো মন্ডপ  উপহার দিতে চলেছেন। আইসক্রিমের কাঠি কেটে তা সাজিয়ে তৈরি হয়েছে নানা নকশা, অলঙ্করন।

মন্দিরের ভেতরের অংশে কাঁঠি দিয়ে সাজানো হচ্ছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। হাতের কাজ জানা ১৫০ জন মহিলা পুরুষ মিলে সেই কাঁঠি সাজিয়ে তৈরি করছে মন্ডপের নকশা। কলকাতার বড়বাজার থেকে  লক্ষ লক্ষ আইসক্রিম কাঁঠি নিয়ে এসে তৈরি করা হয়েছে এই অভিনব মন্ডপ । সুবর্ণ জয়ন্তীবর্ষে বিপ্লবী ক্লাবের দূর্গা প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া।  দেবী দূর্গার বিশ্বরূপ তুলে ধরা হচ্ছে প্রতিমায়। পুজো কমিটির সম্পাদক কমলেশ সাহা জানিয়েছেন, “এবারে তাদের পুজো সুবর্ণজয়ন্তী বর্ষ । এবারের পুজোকে স্মরনীয় করে রাখতে চেষ্টার খামতি রাখছেননা তারা। আশা প্রচুর দর্শনার্থীর সমাগম হবে তাদের পুজো মন্ডপে”।

error: Content is protected !!