তিতলির প্রভাবে ভারী বর্ষণ ঝাড়গ্রামে

রবীন্দ্রনাথ মাইতি(ঝাড়গ্রাম) সারা রাজ্যের পাশাপাশি তিতলির প্রভাব দেখা গেলো দক্ষিনবঙ্গের সীমান্ত ভূমে। বৃহস্পতিবার সকালে উড়িষ্যার তিতলি আছড়ে পড়ার পর  দুপুর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে । প্রশাসন সূত্রে কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন এলাকায়, শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল দুই জায়গাতেই মাইক প্রচার করে এলাকার সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন।

error: Content is protected !!