বিভিন্ন দাবী নিয়ে ঝাড়গ্রামে ডেপুটেশন প্রদান স্কুল-মাদ্রাসায় কর্মরত করনিকদের

রবীন্দ্রনাথ মাইতি(ঝাড়গ্রাম) দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ তুলে জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শকের দ্বারস্থ হলেন ঝাড়গ্রাম জেলার স্কুল ও মাদ্রাসায় কর্মরত করনিকরা । বঞ্চনার অভিযোগ তুলে বৃহস্পতিবার পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেন কর্মরত করনিকরা। দীর্ঘদিন একই পদে রয়েছেন তাদের পদের উন্নীতকরণ করতে হবে, করণিকদের বেতন বাড়ানো সহ মোট ১০ দফা দাবী লিখিত আকারে জেলা স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন প্রদান করেন।   ডেপুটেশন প্রদানের আগে ঝাড়গ্রাম শহরে মিছিল করার পর জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে গিয়ে ডেপুটেশন জমা দেন ।  ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের একজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা বঞ্চনার শিকার। যেভাবে প্রতিদিন কাজের চাপ বাড়ছে সেই মোতাবেকে তারা ঠিক মত বেতন পাচ্ছেন না এমনকি তাদের প্রমোশনও হচ্ছে না। তাই তারা আজ বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে যেতে বাধ্য হয়েছে।  সরকার তাদের জন্য কোন ভালো সিদ্ধান্ত নেবেন বলে মনে করছেন তারা। এখন এটাই দেখার যে সরকার তাদের দাবীদাওয়া মেনে নেন কি না?

error: Content is protected !!